MID


শীতের সবজির প্রাচুর্য, দাম কিছুটা বাড়তি

শীতের সবজি টাটকা পেতে ক্রেতাদের আগ্রহ থাকলেও নতুন মৌসুমে দাম কিছুটা বেশি রাখছেন বিক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

শীতের শুরুতেই রাজধানীর বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নানান শীতকালীন সবজি। টাটকা সবজি কিনতে ক্রেতাদের আগ্রহ থাকায় সেই সুযোগে কিছুটা বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা।

তবে কৃষক ও ব্যবসায়ীদের দাবি, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ফলন ভালো হয়েছে, ফলে বাজারে সরবরাহও পর্যাপ্ত রয়েছে। তবুও মৌসুমের শুরুতে দাম কিছুটা চড়া।

রাজধানীর মিরপুর-১ কাঁচা বাজার ঘুরে দেখা গেছে— শিম, বেগুন ও ওলকপির কেজিপ্রতি দাম ৮০ টাকা; দেশি গাজর ৬০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা এবং লাল টমেটো ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা। আকারে ছোট হলে দাম কিছুটা কম।

লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজিতে এবং পাতাসহ নতুন পেঁয়াজের আঁটি ৭০ টাকায়। করলা, পটোল, ঢ্যাঁড়স ও বরবটির দাম তুলনামূলক স্থিতিশীল। কম দামে পাওয়া যাচ্ছে মুলা ও পেঁপে। পালংশাক, মুলাশাক ও লালশাকসহ অন্যান্য শাকসবজির সরবরাহও পর্যাপ্ত।শীতের সবজিতে ভরা ঢাকার বাজার

তবে ব্রকলি, ক্যাপসিকাম ও রেড ক্যাভেজের মতো বিদেশি সবজি এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

“আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো, সরবরাহও ভালো। তবে নতুন সবজি বাজারে এলে খুচরা ব্যবসায়ীরা একটু বাড়তি দামে বিক্রি করেন,” — মোহাম্মদ সেলিম হাওলাদার, আড়তদার, মিরপুর-১ কাঁচা বাজা সবজির দাম কিছুটা বাড়লেও অন্যদিকে কমছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়, আর ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়।

নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় এর দামও কমছে। রসুনের দামও নিম্নমুখী রয়েছে।

“বাজারে সবকিছুর দামই কিছুটা বেশি। তবে শীতের সবজি খেতে ভালো লাগলেও দাম বেশি হওয়ায় আগের মতো কিনতে পারছি না,” — মোহাম্মদ রুবেল মিয়া, ক্রেতা, মিরপুর-২

  • রাজধানীর বাজারে শীতের সবজি এখন ভরপুর
  • নতুন মৌসুমের কারণে দাম কিছুটা বেশি
  • আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো
  • পেঁয়াজ, রসুন ও মুরগির দাম নিম্নমুখী

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ | সকাল ১০টা
সম্পাদনা:

Scroll to Top