হতে হতেও হলো না, জিততে জিততেও জয়টা পেল না বাংলাদেশ নারী দল। নারীদের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে দারুণ ক্রিকেট খেলেও শেষমেশ জয়টা পায়নি বাংলার মেয়েরা। দুর্দান্ত রান তাড়ায় ম্যাচ ছিনিয়ে নিয়েছে প্রোটিয়ারা।

বিশাখাপাটনামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক এবং ফারজানা হক এগিয়েছেন দেখেশুনে। ওপেনিং জুটি থেকে আসে ৫৩ রান। ৫২ বলে ২৫ রান করে বিদায় নেন ঝিলিক। তিন নম্বরে নেমে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা। টিকে থাকা ওপেনার ফারজানা বেশিক্ষণ টেকেননি। দলের ৭৩ রানের মাথাতে ৭৬ বলে ৩০ রানের ইনিংস খেলে বিদায় নেন ফারজানা হক।
ফারজানার বিদায়ের পর সুপ্তার সাথে যোগ দেন নিগার সুলতানা জ্যোতি। ক্রিজে জমে যান সুপ্তা এবং জ্যোতি। দুজনের জুটিতে চড়ে রানও আসতে থাকে। দলের ১৫০ রানের মাথাতে ৪২ বলে ৩২ রান করে থামেন জ্যোতি। সুপ্তাও বিদায় নিয়েছেন একটু পরেই। তবে বিদায় নেওয়ার আগে ছুঁয়েছেন ফিফটিও। ৭৭ বলে ৫০ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন শেষ দিকে টাইগ্রেসদের হয়ে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের রান ২০০ পার করান স্বর্ণা। শেষ দিকে স্বর্ণার সাথে যোগ দেন রিতু মনিও। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়ে চলেছ বাংলাদেশ এর খেলা।
দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন স্বর্ণা এবং রিতু।
নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৩২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ফিফটি হাঁকিয়ে ৩৫ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলে টিকে ছিলেন স্বর্ণা। ৮ বলে ১৯ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন রিতু।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২ উইকেট নেন ননকুলুলেকো ম্লাবা।
জবাব দিতে নামা প্রোটিয়া মেয়েদের শুরুতেই ধাক্কা দেন নাহিদা আক্তার। ওপেনার তাজমিম ব্রিটসকে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরান নাহিদা। ১ রানের মাথাতেই প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর অধিনায়ক লরা ওলভার্ট এবং তিনে নামা আন্নেকে বশ মিলে পরিস্থিতি সামাল দিয়েছেন। দলীয় ৫৮ রানের মাথাতে ফিরেছেন অধিনায়ক ওলভার্ট। ৫৬ বলে ৩১ রান করা ওলভার্ট হয়েছেন রান আউট।
পরের ওভারেই আউট হন বশ। ৩৫ বলে ২৮ রান করা বশকে সাজঘরে ফেরান রিতু মনি। দ্রুত আরও ২ উইকেট তোলেন রাবেয়া খান এবং ফাহিমা খাতুন। মাত্র ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সেই চাপ থেকে প্রোটিয়াদের উদ্ধার করেছেন মারিজানে কাপ এবং ক্লো টাইরন। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। টাইগ্রেস বোলাররা চেপে ধরলেও উইকেট মিলছিল না। দুজনই ফিফটি হাঁকিয়ে আউট হয়েছেন। ৭১ বলে ৫৬ রান করেছেন কাপ। অন্যদিকে টাইরন খেলেছেন ৬৯ বলে ৬২ রানের ইনিংস।

শেষ দিকে ১৯৮ রানের মাথাতে ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তবুও শেষরক্ষা হয়নি। শেষ দিকে স্বর্ণা আক্তারের ক্যাচ মিস যেন বাংলাদেশের কাটা ঘায়ে দিয়েছে নুনের ছিটা। শেষ ২ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৩ রান। যে সমীকরণ শেষ ওভারে নেমে আসে ৮ রানে, হাতে ৩ উইকেট। বোলিংয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ নাহিদা। তবুও ৩ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নাদিনে ডি ক্লার্ক এবং মাসাবাতা ক্লাসের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।
২৯ বলে ৩৭ রান করে টিকে ছিলেন নাদিনে। ১৩ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন ক্লাস।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট শিকার করেন রাবেয়া খান, ফাহিমা খাতুন এবং রিতু মনি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুনwww.bdnews21.com